Sunday, May 13, 2018

আলহামদুলিল্লাহ্‌ । ৪৮ বছর পরে আবার ক্বোর'আন খতম দিলাম আজ।

আলহামদুলিল্লাহ্‌ ।
৪৮ বছর পরে আবার ক্বোর'আন খতম দিলাম আজ। অনেক ভুলত্রুটি এবং অশুদ্ধ উচ্চারন। আল্লাহ্‌ সকল ভুল ত্রুটি ক্ষমা করে তুমি তোমার দরবারে কবুল করে নিও।
তুমি এর ছোঁয়াব হযরত মোঃ (সাঃ) ও সাহাবীদের রুহের উপর বকশিস নাজিল করো;
তুমি এর ছোঁয়াব আমার কবরে শায়িত মা বাবা ও তিনটি ভাই, দাদা দাদী, নানা নানী, খালা খালু, মামা মামী ফুফা ফুফু শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন যাহারাই কবরে শূয়ে আছেন সকলের রুহের উপর বকশিস নাজিল করো। ইয়া আল্লাহ্‌ তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের রুহের উপর বকশিস নাজিল করো;
ইয়া আল্লাহ্‌ তুমি এর ছোঁয়াব জাতীয় ৪ নেতা ও সকল শহীদ মুক্তিযোদ্ধা ৩০ লক্ষ শহীদের রুহের উপর বকশিস নাজিল করো।
আমিন ছুম্মা আমিন
No automatic alt text available.

No comments:

Post a Comment